স্থানীয় সংবাদ
দৌলতপুরে জুয়ার আস্তানায় অভিযান : আটক ৩

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। দৌলতপুর থানার অফিসার্স ইনচার্স মীর আতাহার আলী জানান,বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর রেলস্টেশনের বিপরীত দিকে একটি ঘরে জুয়া আস্থানায় অভিযান চালিয়ে জুয়া খেলার তাস,নগদ টাকা উদ্ধার করে। এ সময় জুয়া খেলারত অবস্থায় দৌলতপুর মধ্য ডাঙ্গা এলাকার মোঃ আরিফ (৩৬),ইস্পাহানী কলোনী এলাকার সোহান খান (৩৫) ও দৌলতপুর বাজার এলাকার সুমন সরদার (৩০) কে আটক করেছে পুলিশ। জুয়া আইনে দৌলতপুর থানায় মামলা হয়েছে। মামলা নং ১২। ধারা-৪/৫।বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,দৌলতপুর থানা এলাকায় কোন জুয়ার আস্তানা ও মাদক ব্যবসায়ী থাকবে না। এসব নির্মূলে আমার পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।