স্থানীয় সংবাদ

শিল্পকর্মের মাধ্যমে শিল্পীর চিন্তা-চেতনা ও মনের ভাব প্রকাশ পায় : খুবি উপাচার্য

# বিজয়’৭১ আয়োজিত ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, শিল্পকর্ম এমন একটা বিষয়, যেখানে মুখের ভাষা ছাড়া শিল্পীর চিন্তা-চেতনা ও মনের ভাব প্রকাশ পায়। শিল্পী তাঁর কর্মের মাধ্যমে সৃজনশীলতা তুলে ধরেন। আমাদের পরবর্তী প্রজন্মকেও সৃজনশীল হিসেবে গড়ে তোলা উচিত। এজন্য শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত করতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ তৈরি করে দিতে হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা জেলা শিল্পকল্পা একাডেমিতে বিজয় ’৭১ আয়োজিত ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, বিজয়ের মাসে আন্তর্জাতিক আর্ট উৎসব আয়োজন করা হয়েছে। এবারের বিজয় দিবসের প্রেক্ষাপট অন্য বছরের থেকে ভিন্ন। এবছর আমরা নতুন প্রজন্মের এক ঐক্যবদ্ধ আন্দোলনে নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আবেগ আমাদের বুঝতে হবে। না হলে পরবর্তী প্রজন্ম ভুল পথে ধাবিত হবে। নতুন প্রজন্মই আমাদের আগামী দিনের কান্ডারি। তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের সকলের দায়িত্ব। উপাচার্য অধিকহারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করে, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ও কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আমিরুল খসরু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিজয় ’৭১ এর সভাপতি সাইফুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম শাহারুজ্জামান। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে উপাচার্য শিল্পকর্ম ফেস্টিভ্যাল উপলক্ষ্যে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন। এর আগে তিনি ফিতা কেটে ফেস্টিভ্যাল উদ্বোধন করেন। এ সময় তিনি আর্ট ফেস্টিভ্যালে অংশ পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button