স্থানীয় সংবাদ

বিএনপি নিয়ে আপত্তিকর মন্তব্য : সাধারণ সদস্যদের তোপের মূখে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি

# নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্যের পদত্যাগ : এমইউজের ভোট স্থগিত #

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর নির্বাচন বিষয় খুলনা শ্রম দপ্তরকে অবহিত না করা ও উচ্চ আদালতের আদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি না করায় আইনী জটিলতা সৃষ্টি হওয়ায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান জি এম রফিকুল ইসলাম, সদস্য মিজানুর রহমান মিলটন এর পদত্যাগ ও বার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যদের প্রতিবাদের মূখে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভোট স্থগিত করেছেন বিএফইউজের নেতৃবৃন্দ। শনিবার (২১ডিসেম্বর) পূর্ব নির্ধারিত বার্ষিক সাধারণ সভায় বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বিএনপির নিয়ে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করায় সাধারণ সভা শেষে ক্লাব লাউঞ্জে সাধারণ সদস্যদের তোপের মুখে পড়েন তিনি। সাধারণ সদস্যরা বিএনপি নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার কারণ জানতে চাইলে তিনি কোন জবাব দিতে না পেরে ক্লাব ত্যাগ করেন। পরবর্তীতে বিএফইউজের নেতৃবৃন্দ পুনরায় ক্লাবে আসলে এমইউজের একটি বৃহৎঅংশ দ্বিতীয় সভায় যোগ না দেয়ায় এমইউজের নির্বাচন স্থগিত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত বৃহষ্পতিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন ও শনিবার (২১ডিসেম্বর) সকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জি এম রফিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচন স্থগিত করেন। এরআগে ইউনিয়নের সদস্য খায়রুল আলম ও আর জি উজ্জলের অভিযোগের গত ১৯ ডিসেম্বর শ্রম অধিদপ্তর খুলনার ৪০. ২০. ০০০০, ১০৩, ৩৪, ২১০৮ (২য় খন্ড) ১২/১৯৭৪ নং স্মারক অনুযায়ী ও শ্রম ৯২/২০১৪ এর ২২/১২/২০২০ এবং আপীল নং ৬/২০২১ শ্রম আপীল ট্রাইব্যুনাল নং ০৬/২০২১ তারিখ ১৯/১/২০২১ নির্বাচন পরিচালনা কমিটিকে চিঠি দেয়। চিঠিতে উল্লেখ করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা -১০৬৭) সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য সাংবাদিক পেশায় নিয়োজিত সকল সদস্যের পেশাগত মান উন্নয়ন, তাদের স্বার্থ সংরক্ষণ, দায়িত্ব পালনের দিকে নজর সাংবাদিকতার স্বাধীনতা অক্ষুন্ন রাখা। আগামী ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ঘোষনা করা হয়েছে। আর এই নির্বাচনকে ঘিরে নানা অসঙ্গতি ও অনিয়ম সৃষ্টি হয়েছে (কপি সংযুক্ত)। ২-০। এ দপ্তরের নথি পর্যালোচনান্তে দেখা যায়, মাননীয় শ্রম আদালত, খুলনায় দায়েরকৃত মামলা নং শ্রম-৯২/২০১৪ এর ২২-১২-২০২০ খ্রিঃ তারিখের রায়ের বিরুদ্ধে জনাব রফিউল ইসলাম টুটুল মাননীয় শ্রম আপীলেট ট্রাইব্যুনাল, ঢাকায় আপীল নং- ০৬/২০২১ দায়ের করেছেন। মাননীয় শ্রম আপীল ট্রাইব্যুনাল, ঢাকা আপীল নং-০৬/২০২১-এর ১৯-০১-২০২১ খ্রিঃ তারিখের আদেশ নং-০২ নি¤œরূপঃ

Let operation of the impugned judgement and order dated-22-12-2020 passed by the learned Chairman, Labuor Court, Khulna in Srama Case no. 92/2014 be stayed till for further order.

৩-০। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত-১৮) এর ধারা ৩১৭(৪) (ঘ) এর বিধান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এর ৮-৭-২০১৪ তারিখের নির্দেশনা মোতাবেক পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, খুলনার তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান থাকলেও আগামী ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রবিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (রেজি নং-খুলনা- ১০৬৭) অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে এ দপ্তরকে অবহিত করা হয়নি। এমতাবস্থায় অনুচ্ছেদ ১ এ উল্লিখিত অভিযোগ এবং অনুচ্ছেদ ০২ ও ০৩ এ উল্লিখিত বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তি কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হলো।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button