রূপসায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী মিরাজ আটক

স্টাফ রিপোর্টার ঃ রূপসায় সেনাবাহিনীর সাথে পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সূত্রে জানা যায়, রহিম নগর মুজিবর উকিলের বাড়ির পাশে হতে আফতাব শেখের পুত্র মাদক ব্যবসায়ী মিরাজ শেখ ( ৪৫) কে গত ২১ ডিসেম্বর বিকালে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। এ সময় উক্ত আসামির কাছ হতে মাদক বিক্রয় করার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন এবং গাঁজা বিক্রয় লব্ধ ৩৪০ টাকা জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মিরাজ শেখের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানার মামলা নং ১৭ তারিখ ২১/১২-২০২৪ ইং ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ এর ১ এর সারণির ১৯ এর ক / দশের ক ধারায় এসআই ইমরান খান বাদী হয়ে মামলা করেন। পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদকের উৎস অনুসন্ধান এবং আরো মাদক কারবারীদের গ্রেফতারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এই এলাকায় ইয়াবা’র গডফাদারদের ধরার চেষ্টা অব্যাহত আছে। রূপসা থানাধীন কিসমত খুলনা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ শফিকুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।