স্থানীয় সংবাদ
খুলনায় শীর্ষ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় শীর্ষ মাদক কারবারী আলাউদ্দীন আকাশকে(৪২) পুলিশ গ্রেফতার করেছে। গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় খালিশপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তবে তার কাছ থেকে কোন মাদক পাওয়া যায়নি বলে ওসি জানান। তিনি জানান, সে মদ সেবন করে মাতলামি করছিল। এ সময় পুলিশ তাকে ধরে ডাক্তারী পরীক্ষা করায়। এতে সে এলকোহেল যুক্ত মদ সেবন করেছে বলে সনাক্ত হয়। সোমবার তাকে মাদক মামলায় কারাগারে প্রেরণ করা হয়। এই আকাশের বিরুদ্ধে এক ডজন মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। দেশের বিভিন্ন থানায় এসব মামলা রয়েছে। তবে সব গুলো মামলায় সে জামিনে রয়েছে। সে শীর্ষ মাদক কারবারিদের মধ্যে অন্যতম বলে তিনি জানান। সে নগরীর খালিশপুর হাউজিং এলাকার ডাব্লু ৮৫ নং বাসার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।