স্থানীয় সংবাদ

মোংলায় ৭৩ হাজার মানুষের নিরাপদ পানির ব্যবস্থা করেছে ব্র্যাক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের উপকুলীয় উপজেলা মোংলার প্রায় ৭৩ হাজার জন মানুষের জন্য নিরপদ পানির ব্যবস্থা করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক। ৩ বছর মেয়াদী এ প্রকল্প কাজের বাস্তবতা ও শিখন অভিজ্ঞতা নিয়ে এক কর্মশালা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান। কর্মশালায় ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজ-উর রহমানের সঞ্চালনায় প্রকল্পের সাফল্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে মোংলা উপজেলার চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী, সুন্দরবন ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের মোট ৭২ হাজার ৩৬০ জন মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ৯ হাজার ৯৩৫টি খানা, ৩৫টি কমিউনিটি ও প্রতিষ্ঠান ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, ৪টি ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনের ব্যবস্থা হিসেবে সৌর শক্তি চালিত পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন করা হয়েছে। এছাড়া ৫৪টি ক্লাইমেট অ্যাকশন গ্রুপ ও ৬টি ক্লাইমেট ইয়ুথ গ্রুপ গঠন করে কমিউনিটির প্রায় ২ হাজার মানুষকে সংগঠিত করা হয়েছে। কর্মশালায় প্রকল্পটির বিস্তারিত কার্যক্রম ও অর্জনসমূহ প্রোজেক্টরে উপস্থাপন করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজ-উর-রহমান। মোংলা উপজেলার জলবায়ু বিপদাপন্ন মানুষের নিরাপদ পানীয় জলের সমস্যা নিয়ে ২০১৯ সাল থেকে কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে ও খাবার পানির সংকট তীব্র হচ্ছে। এই সংকট মোকাবেলার সবচেয়ে উপযোগী উপায় হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনে সহায়তা করছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও ডেনমার্ক সরকার। ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের সহযোগিতায় প্রকল্পটি ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোংলা উপজেলায় বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রজেক্ট লিড উম্মে তানিয়া সুলতানা, প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুর রহমান, জেলা সমন্বয়ক এসএম ইদ্রিস আলম, জেলা ব্যবস্থাপক পলাশ হালদার ও সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সংবাদকর্মী, ব্র্যাকের উপকার ভোগী ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন আমার জানামতে ব্র্যাকের কর্মকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশংসনীয়। ফলে মোংলার মানুষ ব্র্যাকের এ প্রকল্প কাজের সুফল স্থায়ী করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button