দেশের বেকার সমস্যা দূরীকরণে এবং দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে কারিগরি শিক্ষা গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে

# খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা জেলা প্রশাসক #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন ” দেশের বেকার সমস্যা দূরীকরণে এবং দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে কারিগরি শিক্ষা গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের বেকারদের বিশাল একটা অংশ তরুণ-তরুণী, তাদেরকে কর্মক্ষম রাখতে হবে শুধু কর্মক্ষম রাখলেই হবে না তাদেরকে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষ জনশক্তি একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে বেতন ও মর্যাদা দুই’ই বাড়ে। যে যত বেশি দক্ষ হবে তার মুজুরী তত বেশি বৃদ্ধি পাবে আর এ জন্য নিজেদেরকে দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে। তিনি বলেন দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে রাষ্ট্র পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করছে। এই বিনিয়োগ কাজে লাগবে তখনই যখন কারিগরি সেক্টরে যারা আছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে বাস্তব প্রশিক্ষণের গুরুত্ব সকলকে বুঝাতে সক্ষম হবে এবং বেকারদেরকে এ দিকে আকৃষ্ট করতে পারবে। তিনি আরো বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে বেশি সুযোগ-সুবিধা থাকার পরও জনপ্রিয়তা অর্জন করতে পারছে না। কারিগরি শিক্ষার ক্ষেত্রে কাংখিত গতি না আসায় এটা আমরা আনতে পারছি না। এ বিষয়টির উপর সকলকে আরো বেশি মনোযোগী হতে হবে।” তিনি গতকাল সকাল সাড়ে ৯টায় আড়ংঘাটা থানাধিন তেলিগাতীতে অবস্থিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনাবে বিশেষ অতিথির বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিলন সাহা, সহকারী কমিশনার মহেশ^র মন্ডল, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, খুলনার শিরোমণি বিটাকের অতিরিক্ত পরিচালক (কেন্দ্র প্রধান) এম মোর্শেদ আলম। প্রতিষ্ঠানের সিনিয়র ইন্সেটেক্টর মোঃ বাবুল হোসেন ও প্রধান হিসাব রক্ষক শাহিনুর রহমানের যৌথ সঞ্চালনায় সেমিনারে বক্তৃতা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসাইন, খুলনা শিক্ষানবিশ প্রশিক্ষণ সপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল অহিদ মোড়ল, খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক একরামুল হোসেন লিটু। সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, আইন শৃংখলা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, নারী ও পুরুষ উদ্যোক্তা, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অতিথিবৃন্দ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড ঘুরে ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন।