নগরীতে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ নগরীর পুর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার এক মুদি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়েছে কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী তহিদ শেখ (৩৮)। এঘটনায় ওই ব্যবসায়ী নিজের নিরাপত্তার জন্য খুলনা সদর সাধারন ডায়েরী (জিডি) করেছেন।
জিডি সুত্রে জানা যায়, পুর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার মুদি ব্যবসায়ী মো. মিজানুর রহমানের শ্যালক মো. শাহআলম এর সঙ্গে একই এলাকার মো. জাহাঙ্গীর শেখের ছেলে তগিদ শেখের বিরোধ রয়েছে। গত ১২ ডিসেম্বর রাত ৭টার দিকে মুদি দোকানে শাহআলমকে খুঁজতে আসে তহিদ। এসময় মিজানুর রহমান বলে আলম কোথায় আছে সে জানেনা। তখন তহিদ তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং জানে মেরে ফেলার হুমকি দেয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল পৌণে ১০টার দিকে তহিদ (০১৯৬৪-৬১৮২৩৪) মোবাইল নম্বর থেকে মিজানুর রহমানের নিকট শাহআলমের খোঁজ জানতে চায়। সে জানেনা বললে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া সেসহ তার পরিবারের সকলকে মিথ্যা মামলায় জেল খাটানোর ভয় দেখায়। এঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান বর্তমানে বটিয়াঘাটা থানার দারোগার ভিটাস্থ শান্তিনগর এলাকায় শশুর বাড়িতে বসবাসকারি তহিদ শেখের বিরুদ্ধে খুলনা সদর সাধারন ডায়েরী (জিডি) করেছেন যার নং- ১৭৩০, তাং-২৪-০৫-২০২৪।