নগরীর চাঞ্চল্যকর আলামিন হত্যা মামলার আসামিরা বেপরোয়া

এবার নিহতের ভাই তৌহিদকে হত্যার চেষ্টা
হামলাকারীরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট নবম গলি এলাকার চাঞ্চল্যকর আলামিন হত্যা মামলার আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। আসামিরা এবার নিহত আল-আমিনের ভাই তৌহিদ শেখকে (৩৫) হত্যার চেষ্টা করেছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে নগরীর লবণচরা থানার ছাচিবুনিয়া বাজারের রেল স্টেশন সংলগ্ন মেইন সড়কের উপর এ ঘটনা ঘটে। আহত তৌহিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূক্তভোগী সুত্রে জানা যায়, বুধবার বিকেলে বটিয়াঘাটার শান্তিনগর দারোগার ভিটা এলাকায় তৌহিদ তার পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে শশুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে হটাৎ করে ৫-৬টি মোটরসাইকেলে থাকা ১০-১১ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাদের গতিরোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও পিস্তল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আহত তৌহিদের মোটর সাইকেলটিও ভাংচুর করে সন্ত্রাসীরা। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত তৌহিদ শেখ বলেন, আমাকে যারা রক্তাক্ত জখম করেছে তারা আমার ভাই আলামিন হত্যা মামলার আসামি। এই আসামিরা সম্প্রতি জেল থেকে বের হয়ে এবং পলাতক আসামিরা একত্রিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে পিস্তলের বাট ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।