স্থানীয় সংবাদ

খুলনার চলমান প্র্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জনউদ্যোগের

খবর বিজ্ঞপ্তি: খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প দ্রুত একনেকে অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য খুলনার ভেতরে ১৫০ একর জমির সংস্থান করা সহ খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হরিণটানা, লবণচরা ও আড়ংঘাটা থানা এলাকাসহ পূর্বের প্রস্তাবিত মৌজাগুলো সিটি করপোরেশনের আওতায় এনে সম্প্রসারিত এলাকায় পরিকল্পিত নগরায়ন এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কেডিএকে উদ্যোগ গ্রহণ করার তাগিদ দেন বক্তারা। এছাড়া আফিল গেট থেকে কুদির বটতলা পর্যন্ত জাতীয় মহাসড়ক (রূপসা সেতুর বাইবাস) ৬ লেনের জন্য জমি অধিগ্রহণ প্রকল্প দ্রুত অনুমোদন এবং সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত শুরু করা, রাষ্ট্রায়ত্ত পাটকলসহ বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, টেক্সটাইল মিল এলাকায় থিম পার্ক প্রকল্পের গতি ফিরিয়ে আনা, দাদা ম্যাচ ফ্যাক্টরীর জমিতে আইটি পার্ক ও ভৈরব সেতুর কাজ দ্রুত শেষ করা ও নভোথিয়েটারসহ চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন জনউদ্যোগ, খুলনার নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন, কেডিএ’র বাস্তবায়নাধীন তিনটি সংযোগ সড়ক প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত এবং গুণগত মান নিশ্চিত করা, খুলনা ওয়াসার পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং খুঁড়ে রাখা সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ, কেসিসির ২২টি মোড় উন্নয়ন কাজ শেষ করা, ২২ খাল দখল অবমুক্তসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ড্রেনগুলোর কাজ দ্রুত শেষ করা এবং রেলওয়ের অব্যবহৃত জমি দখলমুক্ত করে পরিকল্পনার আওতায় আনাসহ অন্যান্য সরকারি সংস্থার প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। বুধবার বিকাল সাড়ে ৪টায় জনউদ্যোগ খুলনার উদ্যোগে খুলনার উন্নয়ন, নারী, পরিবেশ ও সংখ্যালঘু ইস্যুতে কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহনওয়াজ আলী। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগ খুলনার আহবায়ক শিক্ষক নেতা মানস রায়। সভা পরিচালনা করেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। সূচনা বক্তব্য রাখেন ছাত্রনেতা জয় বৈদ্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংস্থার সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, বৃত্তহর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নারী নেত্রী নূরুন নাহার হীরা, উন্নয়ন কর্মী বাহালুল আলম, দুর্জয় হালদার, লতা মন্ডল, কাজী সুমাইয়া রহমান সূচি, জ্যেতি সাহা, হেনা সরদার, সাগর জোদ্দার প্রমুখ। সভায় নারী, পরিবেশ ও সংখ্যালঘু ইস্যুতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button