খুলনায় নামাজ বাস্তবায়ন কমিটির দুইদিনব্যাপী মাহফিল শুরু

খবর বিজ্ঞপ্তি: খুলনার ঐতিহ্যবাহী শের-এ-বাংলা রোড সাবেক বিভাগীয় নির্বাচন অফিসের সামনে নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী ৩১ তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ ২৬ ও ২৭শে ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার বাদ আসর হতে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রথম দিন বৃহস্পতিবার বয়ান করবেন বাইমাইল মিনার মসজিদ কোনাবাড়ী গাজীপুর ঢাকার খতিব মুফতী নূরুল ইসলাম নূরানী, প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন কচুরিয়া নূরে মদিনা কওমী মাদ্রাসা চিতলমারী বাগেরহাটের মুহতামিম হাফেজ মাওঃ শহিদুল ইসলাম আশরাফী, বিশেষ অতিথির বয়ান করবেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস, সভাপতিত্ব করবেন আমতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতী সরোয়ার হুসাইন। দ্বিতীয় দিন শুক্রবারে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন বাংলা ভিশন টিভি চ্যানেলের ধর্মীয় আলোচক পীরজাদা ড. খন্দকার মোঃ মাহবুবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ঢাকা মাদরাসাতু ইকুরা আল-ইসলামিয়ার নায়েবে মুহতামিম ক্বারী মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুন [ঝালকাঠী], বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন উসওয়ায়ে হাসানা মাদ্রাসা খুলনার মুহতামিম আলহাজ্ব মুফতি জিহাদুল ইসলাম, দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ গোলাম কিবরিয়া, কোরআন তেলাওয়াত করবেন আর্ন্তজাতিক পুরস্কারপ্রাপ্ত কারী ক্বারী মুস্তাকিম বিল্লাহ। ইসলামী গজল পরিবেশন করবেন আল আজান শিল্পী গোষ্ঠীর সরকারি পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবাহ।
দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে খুলনাবাসীকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সভাপতি আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া সহ-সভাপতি সেখ আবুল হাসান, মোঃ মনিরুজ্জামান মনি, মোঃ ইরফান আলী, সাধারণ সম্পাদক শামীম আল আজাদ, হাফেজ আবুল বাশার, মাসুম আল আজাদ, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন।