স্থানীয় সংবাদ
খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি: খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের পঞ্চম সভা শুক্রবার (২৭ ডিসেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ০১ জন স্থায়ী সদস্যকে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে। এছাড়া ক্লাবের ১১ জন সদস্যের স্থায়ী সদস্য পদ বাতিল ও ০৭ জনের অস্থায়ী সদস্য পদ বাতিল করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নিবার্হী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহম্মদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।