স্থানীয় সংবাদ

এসি আই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে

খবর বিজ্ঞপ্তি ঃ এডভান্সড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (এসিআই) -এর ৫১তম বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১১:৩০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় ৩০শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ উক্ত অর্থবছরের জন্য ২০% নগদ এবং ১৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এডভান্সড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড – এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। ড. আরিফ দৌলা সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button