স্থানীয় সংবাদ

নগরীতে খুলনা জেলায় জলবায়ু পরিবর্তন ও মানব পাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার ঃ বিপেমস অগগ্রাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় ওয়াদা সংস্থার বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন ও মানব পাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে কর্মশালাটির মাধ্যেমে জলবায়ু পরিবর্তন কিভাবে মানব পাচারকে প্রভাবিত করছে এসবের আন্তসম্পর্কিত বিষয় নিয়ে গঠিত মডিউলের উপড় বিস্তারিত আলোচনা করা হয়, খুলনা ওয়াদা সংস্থার প্রোজেক্ট ম্যানেজার মো. আল-আমীন সরদার এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল। জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়াদা সংস্থার চেয়ারম্যান এ্যান্ড সিইও নিলুফা আক্তার ইতি। এছাড়া অংশগ্রহনকারী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টরেট(এনডিসি) মহেশ্বর মন্ডল, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল মান্নান, উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার সেলিম সুলতান, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, বটিয়াঘাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাব এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ, বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শরিফুল ইসলাম, জেলা জনশক্তি ও কর্মসংস্থান খুলনার সহকারী পরিচালক, ইকবাল হোসেন, ডরহৎড়পশ ওহঃবৎহধঃরড়হধষ এর প্রতিনিধি তানভীর শরীফ। ওয়ার্কশপ ফ্যাসিলিটেড করেন নুশরাত ইসলাম তারিন ও জুনাইদুল ইসলাম, বিসিসিপি, ঢাকা। এছাড়া, জেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাগেরহাট জেলায় প্রকল্পটি কৃষক ও মৎস্যজীবি পরিবারের সদস্য যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে উল্লেখ্যযোগ্য মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনার বিষয়ে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button