স্থানীয় সংবাদ

যশোরে পৌর কাউন্সিলর সাবেক সেনা সদস্যসহ ৪জন গ্রেফতার

# বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার #

যশোর ব্যুরো ঃ যশোর শহরে ডাকাতির প্রস্তুুতিকালে দুটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল। এর মধ্যে একজন পৌর কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছেন। রোববার ২৯ ডিবেসম্বর দিবাগত গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযারন চালিয়ে তাদের আটক করে। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫) ও একই উপজেলার পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে রকি বিশ^াস (৩০)। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কতিপয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে। এরপর ডিবি পুলিশের একটি টিম রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টাকালে ৪জনকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশীকালে তাদের হেফাজত থেকে দুটি বিদেশী পিস্তল, ৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় ডাকাতি প্রস্তুুতি ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আটককৃতদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মিজানুর রহমান অবসারপ্রাপ্ত সেনা সদস্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button