খুলনা আ’লীগের দপ্তর সম্পাদক সোহাগ গ্রেপ্তার

# দল আর ধর্মীয় লেবাস ছিল তার অপকর্মের হাতিয়ার #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ গ্রেপ্তার হয়েছেন। রোববার গভীর রাতে তাকে মহানগরীর তারেরপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারি মাহাবুব আলম সোহাগ তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অবস্থান করছেন। আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলা রয়েছে। তাছাড়া হত্যাসহ বিএনপি অফিস ভাঙচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা। একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত সোহাগ দলীয় পদ পদবি ব্যবহার করে ক্ষমত্রা অপব্যবহার করেছেন। গড়ে তুলেছেন নামে বেনামে কোটি টাকার সম্পদ। স্থানীয় সাংবাদিকদের ট্রেড ইউনিয়নের নেতা হয়ে ইচ্ছামত ওই ইউনিয়নের সম্পদ ব্যবহার করেছেন। ক্ষমতার অপব্যবহার কত প্রকার তা তিনি দেখিয়েছেন। ধর্মীয় লেবাস ব্যবহার করে এমন কোন অনিয়ম নেই যা তিনি করেননি। ধর্মীয় লেবাস ব্যবহার করে ধর্মভীরু মানুষকে ধোকা দেয়াই ছিল তার কাছ। দৌলতপুরে শরিফুল ইসলাম বনি নামের এক ভূয়া সাংবাদিক মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মামলা ও গ্রেফতার হলেও এই সোহাগ ক্ষমতার অপব্যবহার করে মোটা অংকের টাকার বিনিয়ময়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করে। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ার দখল করে নেয় এই সোহাগ।