স্থানীয় সংবাদ

রাত পোহালেই মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টারঃ রাত পোহালেই নগরীর মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন। ওই দিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ হবে। এবার ভোটার ২৫০ জন। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মিরাজ হোসাইন জানান, এবার দু’টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্যানেল দু’টি হলো, এনাম-মোশাররফ পরিষদ ও জুয়েল-আলম পরিষদ এবং দু’জন উপদেষ্টা হলেন আলহাজ্ব শারাফাত হোসেন ও মোঃ আব্দুল্লাহ। ৯টি পদের বিপরিতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের অন্য দু’ সদস্য হলেন আলহাজ্ব শেখ রেজাউল কবির ও আলহাজ্ব মোঃ তৈয়াবুর রহমান। এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ছিল প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ দিন। এ দিনের শেষ সুযোগটি কোন প্রার্থীই হাত ছাড়া করেননি। শেষ দিন ছিল জমজমাট নির্বাচনী প্রচারণা। এবার ত্রি বার্ষিক নির্বাচন। তবে গত নির্বাচন ছিল দ্বি বার্ষিক। সর্বশেষ নির্বাচন হয় ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button