স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ পরিষদের সভা মঙ্গলবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও জনতা এবং মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ক্লাবের আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত সদস্যদেরকে শুভেচ্ছা জানান। তারা মান-মর্যাদা অক্ষুণœ রেখে খুলনা প্রেসক্লাবকে একটি প্রকৃত পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠানে রূপদিতে সকলের সহায়তা কামনা করেন। সভায় ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তৃতা করেন, ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও কৌশিক দে, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের স্থায়ী সদস্য গৌরাঙ্গ নন্দী, আবুল হাসান হিমালয়, মো. এরশাদ আলী, আব্দুর রাজ্জাক রানা, কাজী শামীম আহমেদ, আনোয়ারুল ইসলাম কাজল, মো. হেদায়েত হোসেন মোল্লা, মাকসুদুর রহমান (মাকসুদ), গাজী মনিরুজ্জামান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, মোহাম্মদ আলী সনি, মো. তরিকুল ইসলাম, এস এম সাহিদ হোসেন, মো. মোস্তফা সরোয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button