স্থানীয় সংবাদ

খুলনায় দুই দিনের কর্মসূচি গ্রহন

# ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ #

স্টাফ রিপোর্টার ঃ আজ পহেলা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর কমিটি। মঙ্গলবার(৩১ডিসেম্বর) মহানগর বিএনপির মিডিয়া সেল গণমাধ্যমে পাঠানো খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পহেলা জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সুর্য্যদেয়ের সাথে সাথে মহানগর কার্যালয়সহ মহানগরীর অর্ন্তগত সকল কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় কেডি ঘোষ রোডস্থ’ বিএনপি কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করা হবে। বেলা আড়াইটায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও সমাবেশ শেষে নগরীতে বর্নাঢ্য শোখাযাত্রা করবে সংগঠনিটি। এছাড়া আগামীকাল ২ জানুয়ারি জেলা স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট শুরু হবে। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছাত্রদলের প্রধান শ্লোগান হচ্ছে – শিক্ষা, ঐক্য, প্রগতি। এই সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার নয়া পল্টনে অবস্থিত। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। জিয়াউর রহমান যখন বিএনপির প্রতিষ্ঠা করেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনিয়তা অনুভব করেন। তাই তিনি ১ জানুয়ারি ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button