স্থানীয় সংবাদ
নড়াইলে যাত্রীবাহী বাসের ঢাক্কায় পথচারী নিহত

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে যাত্রীবাহী বাসের ঢাক্কায় ইমদাদুল ইসলাম (৪০) নামে একজন পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল-যশোর-কালনা-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার চৌগাছা বাসস্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদুলের বাড়ি বুড়িখালী গ্রামের জামাল মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মো.ইমদাদুল মোল্যা চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রিবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তুলারামপুর হাইওয়ে থানা ওসি জাফর আহমেদ বলেন, ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়ছে।