নড়াইলে দায়েরকৃত মানহানির মামলায় তারেক জিয়া খালাস

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে ২০১৪ সালে দায়েরকৃত একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ডিসেম্বর) দুপুরে নড়াইলের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট-২য় আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজষ্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের স্টেনো মোঃ মোহন মোল্যা।
আদালত সূত্রে জানাগেছে, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে দেয়া একটি বক্তব্যকে অবমাননাকর বলে আখ্যা দিয়ে ওই বছরের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন শাহজাহান বিশ্বাস নামের এক মুক্তিযোদ্ধা। মামলায় একই আদালত বিগত ২০২১সালের ৪ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২বছর কারাদন্ড ১০হাজার টাকা জরিমান আনাদায়ে ৬মাসের কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করলে বাদীর আবেদনের প্রেক্ষিতে উক্ত আদালত সাজা প্রদানকারি আদালতকে মামলাটি পুনঃবিচারের আদেশ দেন। পরবর্তীতে বাদী বিচারিক আদালতে উপস্থিত হয়ে আসামীর বিরুদ্ধে কোন অভিযোগ নেই মর্মে সাক্ষ্য প্রদান করেন। মঙ্গলবার (৩১ডিসেম্বর) মামলার রায় প্রকাশের দিনে আদালত একমাত্র আসামী তারেক জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিকভাবে আনয়ন করা হয়নি মর্মে তাকে মামলার দায় থেকে খালাসের আদেশ দেন।
এদিকে, তারেক জিয়া মানহানি মামলা থেকে খালাস পাওয়ায় জেলা বিএনপির উদ্যোগে তৎক্ষনাৎ এক আনন্দ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত সড়কে এসে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান প্রমুখ। এসময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##