তিন মাস পরও উদ্ধারকৃত লাশের পরিচয় মেলেনি

ঘটনাস্থল বটিয়াঘাটার কাজীবাছা নদী
স্টাফ রিপোর্টার : তিন মাস অতিবাহিত হলেও কাজীবাছা নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশের পরিচয় আজও মেলেনি। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা বাজারস্থ ২নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের পিছনে কাজিবাছা নদীর পাড় হতে অজ্ঞাতনামা পুরুষের বিকৃত লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের অনুসন্ধানী এক বেতার বার্তায় জানানো হয় বটিয়াঘাটা থানার অপমৃত্যু মামলা নং-২৮/২৪, অজ্ঞাতনামা পুরুষ, বয়স অনুমান ৪৫ (পয়তাল্লিশ) বছর, ইসলাম ধর্মের অনুসারী, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, মুখম-ল গোল আকৃতি, মাথার সামনের দিকে টাক ও পিছনের অংশে চুল আছে, গায়ের রং ফরসা, গায়ে সাদা সেন্ডো গেঞ্জি পরিহিত ছিলো, বাম হাতের আঙ্গুলে কালো পাথরযুক্ত সিলবার রংয়ের আংটি পরিহিত ছিলো। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে গেল বছরের ২৪ আগষ্ট দুপুর অনুমান দেড়টার দিকে বটিয়াঘাটা বাজারস্থ কাজিবাছা নদীর পাড় হতে অজ্ঞাতনামা ওই মৃতদেহটি উদ্ধার করে রূপসা নৌ-পুলিশ। তারপর থেকে তিন মাস পাঁচ দিন সময় অতিবাহিত হলেও আজ অবধি লাশের পরিচয় পাওয়া যায়নি। কেউ লাশের পরিচয় পেলে (০১০২০১৬৬৬২০) জানানোর জন্য নৌ-পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।