স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় জেএমআই কোম্পানির দখলে ব্যক্তি মালিকানা জমি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জোর পূর্বক দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে জেএমআই গ্যাস কোম্পানির বিরুদ্ধে। গত ডিসেম্বরে ভুক্তভোগিদের পক্ষে কেশব লাল মন্ডল খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগিরা খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিলে জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। এদিকে, গত ৩০শে ডিসেম্বর সরেজমিনে বটিয়াঘাটা উপজেলা সহকারী কমশিনার (ভূমি) অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে অভিযোগে উল্লেখিত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, এস এ খতিয়ান নং-১৯, বিআরএস খতিয়ান নং-২৫৫ বর্তমানে ভুক্তভোগিরা রেকর্ডীয় জমিতে বাংলা ১৪৩১ সাল পর্যন্ত সরকারি খাজনা পরিশোধ করেছে। প্রতিবারের ন্যায় এবছরও অভিযোগকারী তার জমিতে আমি ধান রোপন করেছেন। কিন্তু ‘রাস্তার পাশের জমি চতুর্দিকে টিনের বেড়া ও তার কাটা দিয়ে ঘিরে রেখেছে জেএমআই গ্যাস কোম্পানি এবং তারা জমিতে রোপনকৃত ধান জোরপূর্বক জেএমআই গ্যাস কোম্পানি কেটে নিয়ে গেছে। ¯’ানীয় সূত্রে জানা যায়, গত ৫ই আগষ্টের পূর্বে আওয়ামীলীগের লোকজন দিয়ে জেএমআই এর কর্মকর্তারা নানান ভাবে জমির মালিকদের হয়রানি করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হলে নতুন করে সন্ত্রাসী বাহিনী হাত করে জেএমআই কোম্পানির কর্মকর্তারা জমির মালিকদের কোনঠাসা করে জমি জবর দখল করে রেখেছে। গত ৩০ডিসেম্বর জমি পরিমাপের সময় লোকজন নিয়ে সন্ত্রাসীরা মহড়া দিয়েছে। অভিযোগকারী কেশব মন্ডল বলেন, ৫ই আগষ্টের আগে আওয়ামীলীগের লোকজন এ জমি ভোগ দখলের চেষ্টা করেছে। এখন এ জমি কিছু দুস্কৃতিকারীরা ভোগ দখলের চেষ্টা করছে এবং আমাদের ইন্ডিয়া বিতারিত করবে বলে হুমকি দিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button