মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নগরীর মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ২৫০ জন ভোটারের মধ্যে সকলেই ভোট প্রদান করেন । পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মিরাজ হোসাইন জানান, এবার দু’টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্যানেল দু’টি হলো, এনাম-মোশাররফ পরিষদ ও জুয়েল-আলম পরিষদ এবং দু’জন উপদেষ্টা হলেন আলহাজ্ব শারাফাত হোসেন ও মোঃ আব্দুল্লাহ। ১৯টি পদের বিপরিতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনের অন্য দু’ সদস্য হলেন আলহাজ্ব শেখ রেজাউল কবির ও আলহাজ্ব মোঃ তৈয়াবুর রহমান। এবার ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গত নির্বাচন ছিল দ্বি বার্ষিক। সর্বশেষ নির্বাচন হয় ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারী। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল বলে প্রধান নির্বাচন কমিশনার জানান।