ফুলতলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ঃ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালী ও মুক্ত আড্ডা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মুক্ত আড্ডায় সভাপতিত্ব করেন ইউএনও তাসনীম জাহান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীন আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা মোঃ তরিকুর রহমান, ছাত্রপ্রতিনিধি হামজা আব্দুল্লাহ, সজীবুজ্জামান রাহুল প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে এমডিএস এর ফৌজিয়া জেসমিন, শ্রেষ্ঠ সেবা প্রদানকারী সমাজকর্মী হিসাবে এম এম মনোয়ার হোসেন, শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী পারভীন আক্তার, সফল ঋণ গ্রহিতা জাকিয়া সুলতানাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।