স্থানীয় সংবাদ

এক বছরে মামলা ১৮৭ : আটক ১৯৯ আসামী

# কেএমপি দৌলতপুর থানার মাদক বিরোধী অভিযান #
# অভিযানে ৩৯৩৬ পিস ইয়াবা, ১৬ কেজি ৪৩০ গ্রাম গাঁজা,
৭৯ বোতল ফেন্সিডিল ও ১২১ লিঃ চোলাই মদ উদ্ধার #

মো. আশিকুর রহমান ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত, ২০২৪ সালে কেএমপি’র অর্ন্তভুক্ত নগরীর দৌলতপুর থানা এলাকায় বিভিন্ন সময়ে মাদক বিরোধী নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা ১৪৬টি মামলার বিপরীতে ১৫৮ জন আসামী, নগর গোয়ান্দা পুলিশ ৩৩ টি মামলা বিপরীতে ৩৪ জন আসামী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ৮টি মামলার বিপরীতে ৭ জন আসামীকে গ্রেফতার করেন। ওই মামলার বিপরীতে দৌলতপুর থানা পুলিশ ২৬৮৫ পিস ইয়াবা, ১১ কেজি ৮২০ গ্রাম গাঁজা, ৩২ বোতল ফেন্সিডিল ও ৬৬ লিটার চোলাই মদ, নগর গোয়ান্দা পুলিশ ১২৫১ পিস ইয়াবা, ২ কেজি ৭০ গ্রাম গাঁজা ও ৫৫ লিটার চোলাই মদ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ২ কেজি ৫৪০ গ্রাম গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। গত, ২০২৪ সালে দৌলতপুর থানা পুলিশ, নগর গোয়েন্দা পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে দৌলতপুর থানায় সর্বমোট ১৮৭ টি নিয়মিত মাদক মামলা রুজুর বিপরীতে ১৯৯ জন আসামিকে গ্রেফতার করে বলে সংশিষ্ট সূত্রে জানা গেছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, গত ২০২৪ সালে দৌলতপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট থানায় ১৮৭ টি নিয়মিত মাদক মামলা রুজু ও ১৯৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যার বিপরীতে বিপুল সংখ্যক মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে। তিনি আরো জানান, মাদক বিরোধী জিরো ট্রলারেন্স বাস্তবায়নের লক্ষে কেএমপি পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক উপ-পুলিশ কমিশনার (উত্তর), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও সহকারি পুলিশ কমিশনার দৌলতপুর জোনদের সার্বিক তত্তাবাধয়নে পুর্বের মতো দৌলতপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদকের ব্যাপারে কোন আপোষ নেই। তিনি আরো জানান, কেবলমাত্র মাদক নয় বরং থানাধীন এলাকায় সন্ত্রাস, অসাম্প্রদায়িক বিরোধী কর্মকান্ড, চুরি-ছিনতাই সহ সকলপ্রকার অপরাধ মূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৌলতপুর থানা পুলিশ সর্বদা বদ্ধ পরিকর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button