স্থানীয় সংবাদ

মানসুর বিন আব্দুল্লাহ রহমানিয়া মাদ্রাসার ২য় শাখার কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ আড়ংঘাটা থানাধিন ল্যাবরেটরি স্কুল মোড়ে অবস্থিত মানসুর বিন আব্দুল্লাহ রহমানিয়া মাদ্রাসার ২য় শাখার শুভ উদ্বোধন ও মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবির, যোগিপোল ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক ও ৩নং ওয়ার্ড মেম্বর মোঃ মামুন শেখ। মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক ক্বারী মাওলানা ইমদাদুল্লাহ বিন মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সদস্য আব্দুল হাই রুমি এবং সাবেক ছাত্রদল নেতা ও খানজাহান আলী থানা যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল। উদ্বোধন অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক ক্বারী মাওলানা ইমদাদুল্লাহ বিন মানসুর বলেন, আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানে কিল্ডার গার্ডেন বিভাগে প্রি-প্লে, প্লে, নার্সারী এবং প্রথম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত সম্পুন্ন রুপে জেনারেল এর পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলা হয়। এছাড়া সর্বসাধারণের জন্য এখানে কোরআন শিক্ষা বিভাগ চালু আছে। আছে বালক-বালিকাদের জন্য পৃথক পৃথক হেফজ ও নাজেরা বিভাগ। প্রধান শিক্ষক বলেন আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button