স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বিএনপির প্রতিটি নেতাকর্মী যেন নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। শনিবার(৪ জানুয়ারি) বিকালে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের উদ্যেগে খালিশপুর আরাবিয়া জামিয়া উলুম মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্তাসির আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আবুল কালাম জিয়া, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ হোসেন, সাধারন সম্পাদক খোদাবক্স কোরাইশি কাল্লু, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক হেলাল ফরাজি, মোতালেব শেখ, ইয়াসির শেখ, আল আমিন, এস এম সাইফুর রহমান, মাসুম পারভেজ পলাশ, আইয়ুব সিদ্দিকী মিলন, রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা এস আরিফুর রহমান শিমুল, আব্দুল হাই কালু, রফিকুল ইসলাম,মশিউর রহমান খোকন, মুজিবর রহমান, জাহিদুর রহমান রিপন, মহিলা দল নেত্রী আনজিরা খাতুন, আফরোজা জামান, পারুল আক্তার প্রমুখ।