স্থানীয় সংবাদ

যশোরে মাহফিল দেখতে এসে মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ

যশোর ব্যুরো ঃ পুলেরহাটে মাহফিল দেখতে যেয়ে মাদ্রাসার ছাত্র ইমন মুন্সী (১০) নিখোঁজ হয়েছে। সে যশোরের ঝিকরগাছা পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামের ইমরান মুন্সির ছেলে। এ ঘটনায় ইমরান মুন্সী যশোর কোতোয়ালি থানায় সাধারণ জিডি করেছেন।
ইমরান মুন্সী থানায় তার লিখিত জিডিতে উল্লেখ করেন, তার ছেলে যশোর শহরের খড়কির একটি মাদ্রাসার লেখাপড়া করে। পুলেরহাটে তিন দিনব্যাপী মাহফিলে শেষ দিনে অন্যান্য সহপাঠীদের সাথে ইমন মুনশি তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যায়। কিন্তু মাহফিল শেষে সে আর তার প্রতিষ্ঠানে ফিরে আসেনি এমনকি বাড়ি ও আত্মীয়-স্বজনের বাড়িতেও যায়নি। কোন উপায় না পেয়ে ইমরান মুন্সী যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ জিডি করেছেন।
কোতলি মডেল থানার ডিউটি অফিসার এএস আই নিলুফার ইয়াসমিন জানান মাদ্রাসার একটি ছেলে নিখোঁজ হয়েছে একজন অভিভাবক এসে জিডি করে গেছেন।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button