স্থানীয় সংবাদ

আমার রাজনীতিতে সংগ্রাম ও আদর্শের লেখাপড়া শিখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

# বাগেরহাটে জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান #

বাগেরহাট প্রতিনিধি ঃ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমি যে লেখাপড়া করেছি তা হলো নীতির প্রশ্নে আপস থাকার লেখাপড়া। যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন। আর বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা, সংগ্রাম ও আদর্শের লেখাপড়া শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাবাসী আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোরেলগঞ্জ উপজেলাবাসীর আয়োজনে ও মোরেলগঞ্জ পৌরসভা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে স্থানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
দেশের সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট উল্লেখ করে ড. আব্দুল মঈন খান আরো বলেন, জুলাই-আগস্ট-২০২৪ আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। স্বৈরাচার সরকার বাংলাদেশের উপর চেপে বসেছিল। ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। তাই ছাত্রদলের অবদান স্মরণ করতে হবে। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের তাগিদও দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button