স্থানীয় সংবাদ

খুলনায় র‌্যাফেল ড্র’র নামে জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান ঃ গ্রেফতার ৩৬

# প্রবাহ পত্রিকায় সংবাদ প্রকাশে টনক নড়েছে প্রশাসনের #

স্টাফ রিপোর্টার ঃ অবশেষে টনক নড়েছে পুলিশের। মেলার নামে জুয়ার বিরুদ্ধে পুলিশ একশান শুরু করেছে। শুক্রবার রাত ৮টায় খানজাহানআলী থানাসহ নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৬ জনকে টিকিট বিক্রির টাকা ও ড্রামসহ গ্রেফতার করেছে। খানজাহানআলী থানার ওসি কবির হোসেন জানান, মেলার বাইরে র‌্যাফেল ড্র’র কোন টিকিট বিক্রি করতে দেয়া হবে না। টিকিট নিয়ে গাড়ি বের হলেই তা আটক করা হবে। এদের কোন ছাড় নেই। পুলিশ জানায়, খানজাহান আলী থানা পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে থানা এলাকা হতে মোঃ রনি হোসেন (৩৪), মোঃ আশরাফ গাজী (৫৫), মোঃ মিরান শেখ (২১), মোঃ জামিরুল ইসলাম মন্ডল (৩৬), মোঃ আনোয়ার (৫২), মোঃ নুরুজ্জামান (৫৩), শেখ সজল হোসেন (২৫), মোঃ সামিউল (২১), আব্দুল কুদ্দুস (৫৫), কিনান (৩৭), মোঃ রিজু আহমেদ (২৫), খালিদ শেখ (২২), মোঃ আনিচুর রহমান (৩৪), শেখ রাব্বি (২৬), মোঃ নাঈম রহমান (২৪), মোঃ আলামিন শেখ (২৩) নামেরসহ ৩৬ জন জুয়ার টিকিট বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ৭ টি ইজিবাইক, ৭ সেট মাইক, ৮ টি টিনের ছোট ড্রাম, বিভিন্ন রংয়ের ১২ বান্ডেল ও খোলা ২৫৫৭ টি টিকেট এবং টিকেট বিক্রিত নগদ ১৭১৮০ টাকা উদ্ধার করা হয়। তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে কেএমপি অধ্যাদেশ ৯৫ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খানজাহান আলী থানা পুলিশ জানায়, তারা মোট ১৬ জনকে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে ১১৮৮ টি বিভিন্ন রঙের টিকিট, টিকিট বিক্রির আটশত নব্বই টাকা, ৬টি টিনের ছোট ড্রাম উদ্ধার করা হয়। এদেরকে জুয়া খেলার টিকিট বিক্রি করে কেএমপির ৯৫ ধারায় অপরাধ করায় কেএমপি অধ্যাদেশে ১০০ ধারায় গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। মেলা কমিটির সদস্য রেজাউল জানান, এখন থেকে র‌্যাফেল ড্র’র টিকিট মেলার গেটে পাওয়া যাবে। বাইরে কোন টিকিট বিক্রি হবে না। উল্লেখ্য, সম্প্রতি খুলনায় মেলার নামে জুয়ার টিকিট বিক্রি নিয়ে দৈনিক প্রবাহ পত্রিকায় গুরুত্বসহকারে একাধিক সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। তারই জের ধরে এ গ্রেফতার অভিযান শুরু হয়েছে। মাস ব্যাপী এ মেলা চলছে গিলেতলা ক্যান্টনমেন্ট এলাকায়। তবে এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা জানান, জুয়ার টিকিট বাইরে বিক্রি বন্ধ হয়েছে। ভাল কথা। তবে মেলা মাঠের ভিতরেও টিকিট বিক্রি করতে পারবে। কারণ এটা বেআইনী। বেআইনী কর্মকান্ড কোনভাবেই চলতে পারে না। অবিলম্বে র‌্যাফেল ড্র বন্ধের জোর দাবি জানান এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button