দৌলতপুরে জুয়ার আসরে পুলিশের হানা

# ৫ জুয়ারীকে নগদ টাকা, জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেফতার : জুয়া আইনে মামলা #
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ পাবলা তিন দোকানের মোড় এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৩ জানুয়ারী) রাতে জুয়ার আসর হতে ৫ জুয়ারীকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাবলা মধ্য কারিকর পাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রহমান শেখের পুত্র মোঃ শাহাদাৎ হোসেন (৩৮), মোঃ আলতাফ হোসেনের পুত্র মোঃ প্রিন্স মাহামুদ রনজু (৩৩), মোঃ ফারুক শেখের পুত্র মোঃ কামরান শেখ (২৮), পাবলা চন্নুর বটতলা এলাকার বাসিন্দা মোঃ আব্দুল কাদের ব্যাপারীর পুত্র মোঃ আব্দুল কুদ্দুস (৩৭) ও পাবলা তিন দোকানের মোড় এলাকার বাসিন্দা মৃত: মিজানুর শিকদারের পুত্র মোঃ আল আমিন শিকদার (৩৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়। শনিবার (৪ জানুয়ারী) আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনর্চাজ মীর আতাহার আলী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ জানতে শুক্রবার (৩ জানুয়ারী) রাতে দৌলতপুর থানা এলাকার পাবলা তিন দোকান মোড়ে জনৈক মান্নান সাহেবের নতুন বাড়ীর পশ্চিম পার্শ্বে মোঃ আল আমিন শিকদার’র বসত বাড়ির পশ্চিম পাশের পরিত্যক্ত রুমের মধ্যে বসে জুয়ারীরা জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হাতে ৫ জুয়ারীকে আটক করে। ঘটনাস্থল হতে পুলিশ নগদ মোট সাত হাজর দুইশত সত্তর টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে।
এ ব্যাপারে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, দৌলতপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত টহল, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জুয়ার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে। ওই ধারাবাহিকতায় শুক্রবার (৩ জানুয়ারী) পাবলা তিন দোকানের মোড় এলাকা হতে জুয়া খেলা চলাকালীন সময়ে ৫ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।