স্থানীয় সংবাদ

হার্টের রোগে আক্রান্ত ঝাল মুড়ি বিক্রেতা নজরুলের বাঁচার আকুতি

# বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন #

স্টাফ রিপোর্টার ঃ অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না হার্টের রোগে আক্রান্ত ঝাল মুড়ি বিক্রেতা মোঃ নজরুল ইসলাম। তাই তিনি বাঁচার আকুতিতে বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন। হার্টে রিং পরাতে প্রায় ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা প্রয়োজন, সেই টাকা জোগাড় করা নুন আনতে পান্তা ফুরানো নজরুলের পরিবারের পক্ষে অসম্ভব। নগরীর টুটপাড়া মহিরবাড়ি ছোট খাল পারস্থ একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। দু’সন্তানের পিতা নজরুল ইসলামের একমাত্র ছেলেটিও প্রতিবন্ধী। মেয়ে বিবাহিত। কোনরকমে দিন কাটে তার। কিন্তু বিগত ২০দিন ধরে তিনি হার্টের রোগে আক্রান্ত।
জানা গেছে, তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০দিন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন ভর্তি ছিলেন। অর্থাভাবে চিকিৎসা নিতে ব্যর্থ হওয়ায় বর্তমানে তিনি বাসায় বেড রেস্টে আছেন। চিকিৎসকরা বলছেন, তার হার্টে দুটি রিং পরাতে হবে। কিন্তু তার আর্থিক সঙ্গতি নেই। এজন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন তিনি। নজরুল ইসলামের ছোটভাই রফিকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় জন্মস্থান তাদের। অনেক আগে থেকেই তারা টুটপাড়ায় থাকেন। তিনি নিজেও ঝালমুড়ি বিক্রি করেন। তার মেঝ ভাই মোঃ নজরুল ইসলাম বিগত ২০ দিন আগে হার্টের রোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি অচল। অর্থের অভাবে তিনি যথাযথ চিকিৎসা নিতে পারছেন না। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য ০১৮২২- ৯৪৪১২৬ (বিকাশ পারসোনাল) অথবা ০১৮১৪-৯৬২৯৮১ (নগদ পারসোনাল) নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button