খুলনায় মাস ব্যাপী একুশে বই মেলার প্রস্তুতি সভা

# জুলাই আগস্ট স্মৃতি বিজড়িত স্টল করার দাবি #
স্টাফ রিপোর্টার ঃ প্রতি বছরের ন্যায় এবার শুর হতে যাচ্ছে খুলনার ঐতিহ্যবাহী “একুশে বই মেলা”। মাস ব্যাপী এই বই মেলা ১ ফেব্রুয়ারী থেকে শুরু করে চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। সোমবার সকালে জেলা প্রশাকের কার্যালয়ে একুশে বই মেলার প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। তবে এবারের বই মেলায় বিগত দিনের পতিত সরকারের দোষদের না রাখার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, বয়রা বিভাগীয় গণগ্রন্থগারের উপ-পরিচালক হামিদুর রহমান তুষার, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর, বিশিষ্ট সাংবাদিক রাশেদুল ইসলাম, খলিলুর রহমান সুমন, সাইফুল্লা বাবু, সুজিত কুমার সাহা, বিশিষ্ট কবি আবু আসলাম বাবু, খান আকতার হোসেন, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, নতুনতারার মহাপরিচালক সাইফুর রহমান মিনা, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সুলতান মাহমুদ শ্রাবন, কবি সাইফুল ইসলাম মল্লিক, মনিরুজ্জামান মোড়ল, বদরুল আলম রয়েল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাহিম, কবি এজি রানা, কবি সাইফুল ইসলাম, বিশিষ্ট বাচিকশিল্পী স্মৃতি রেখা বিশ্বাসসহ কবি সাহিত্যিক ও লেখকরা উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনা জেলায় একুশে বই মেলা-২০২৫ এর প্রস্তুতিমুলক সভা। প্রতি বছর খুলনা নগরীর বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে মাস ব্যাপী এই বই মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এই প্রস্তুতি সভা। বক্তারা বলেন, এবার খুলনার প্রাণের মেলা বই মেলা যেন কসমেটিকস, ব্যাগ আর খাবারের দোকানের মেলা যেন না হয়। স্টলগুলো যেন দুর্যোগ মোকাবেলা করতে পারে এমনভাবে তৈরী করা হয়। জুলাই-আগস্টের স্মৃতি দেখার জন্য আলাদা স্টল করার প্রস্তাব করা হয়।