কেএমপি ডিবির অভিযানে ৫ কেজি গাজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি) ডিবির অভিযানে ৫ কেজি গাজাসহ মো: মমিন গাজী (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। সোমবার রাত সাড়ে ১১টায় কেএমপি ডিবির ওসি তৈমুর ইসলাম এর নেতৃত্বে একটি টিম নগরীর সোনাডাঙ্গা থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন বাইপাস মোড়ে এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। গ্রেফতারকতৃ মাদক ব্যবসায়ী নগরীর ৫নং ঘাট এলাকার বাসিন্দা মৃত গফুর গাজীর পুত্র।
ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় সোমবার রাত সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করেন। এ সময় মমিন গাজীকে ৫ কেজি গাজাসহ আটক করেন। সে নগরীর ৫নং মাছঘাট, গ্রীনল্যান্ড আবাসন, সরকারী জায়গায় ঘর তুলে বসবাস করেন। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। উক্ত মোঃ মমিন গাজী এর বিরুদ্ধে ইতোপূর্বে ৪ টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।