স্থানীয় সংবাদ

আজ থেকে খুলনায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভবনা

# দিনে-রাতে তাপমাত্রা পার্থক্য কম থাকায় শীতের অনুভুতিটা বেশি

কামরুল হোসেন মনি ঃ মঙ্গলবারের চেয়ে বুধবরের দিনে ও রাতে খুলনায় ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি রয়েছে। ঘন কুয়াশা ও সূর্য কম থাকা এবং দিনে-রাতে তামপাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভুতিটা বেশি মনে হচ্ছে। খুলনায় আজ বৃহস্পতিবার থেকে ২-৩ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে। আগামী ২-৩ দিন তামপাত্রা কমের দিকে থাকলেও শৈত্যপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি না হওয়ার সম্ভবনা কম রয়েছে বলে খুলনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
এদিকে খুলনায় গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১১৭ জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৫২ জনের মধ্যে। শীতের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। খুলনা সিভিল সার্জন অফিস সূত্র এসব তথ্য জানা যায়।
খুলনার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবীদ মো: মিজানুর রহমান বলেন, গতকাল বুধবার দুপুর ৩টা পর্যন্ত তাপমাত্রা খুলনা বিভাগের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ১৬ দশমিক ৫ ডিগ্রি, মোংলায় ১৬ দশমিক ২ ডিগ্রি, সাতক্ষীরায় ১৫ দশমিক ২ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ১৪ দশমিক ৫ ডিগ্রি, কুমারখালীতে (কুষ্টিয়া) ১৫ দশমিক ৪ ডিগ্রি এবং কয়রায় ১৬ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তার দেয়া তথ্য মতে, মঙ্গলবারের চেয়ে বুধবার খুলনায় ২ দশমিক ১ ডিগ্রি, মোংলা দশমিক ৮ ডিগ্রি, সাতক্ষীরায় ২ ডিগ্রি, যশোরে দশমিক ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ১ দশমিক ৯ ডিগ্রি, কুমারখালীতে ১ দশমিক ৪ ডিগ্রি এবং কয়রায় ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি রেকর্ড করা হয়েছে।
সহকারী আবহাওয়াবীদ মো: মিজানুর রহমান বলেন, ঘন কুয়াশা ও আকাশে সূর্য কম থাকা এবং দিনে-রাতে তামপাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভুতিটা বেশি মনে হচ্ছে। খুলনায় আজ বৃহস্পতিবার থেকে ২-৩ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে। তিনি বলেন, আগামী ২-৩ দিন তামপাত্রা কমের দিকে থাকলেও শৈত্যপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি না হওয়ার সম্ভবনা কম রয়েছে। গতকালকে সকালে খুলনায় বাতাসের আপেক্ষিক আদ্রাতা ছিলো শতকরা ৮৮ ভাগ।
খুলনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবীদ চম্পক বরন পাল বলেন, ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত খুলনা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোগী ভর্তি সংখ্যা ৫২ জন। এর মধ্যে খুলনা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি ছিলো ৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এছাড়া এই কয়দিনে খুলনা জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন ১১৭ জন।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকত পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিবাভাগে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button