বিএনপি নেতা মিন্টু মোল্লাসহ ৯ জনের নামে থানায় মামলা

# দিঘলিয়ায় সন্ত্রাসী হামলা #
দিঘলিয়া প্রতিনিধি ঃ খেয়াঘাটের দখলদারিত্ব নিয়ে প্রতিপক্ষের উপর হামলায় দু,জন রক্তাক্ত জখম।দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লাকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার সুত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার জনৈক শেখ আলী আকবর বিআইডব্লিউটিএ দাখিলকৃত রিট পিটিশনে রায়ে দিঘলিয়া উপজেলার নগরঘাট খেয়াঘাট ইজারা প্রাপ্ত হয়।সে মোতাবেক ইজারাদার শেখ আলী আকবর খেয়াঘাটের কার্যক্রম পরিচালনা করেন।এতে স্থানীয় একটি প্রতিপক্ষ গভীর ষড়যন্ত্র করতে থাকে। সেলক্ষ্যে ইজারাদার শেখ আলী আকবর গত ১ জানুয়ারী দিঘলিয়া নৌবাহিনীর নিকট বিষয়টি অবগত করতে দিঘলিয়া ফেরীঘাটে পৌছালে প্রতিপক্ষ দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান মিন্টুর নেতৃত্ব একটা প্রভাবশালী সংঘবদ্ধ দল লাঠিসোটা ও ধারালো দেশী অস্ত্র নিয়ে আকবরের উপর হামলা চালায়। এদের হামলায় ও ধারালো অস্ত্রের কোপে আকবর হোসেন ও তার এক সহকর্মী গুরুতর রক্তাক্ত জখম হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শহরে মানববন্ধন করে এলাকাবাসী। সর্বশেষ ইজারাদার শেখ আলী আকবরের ভাই মোঃ আনছার শেখ বাদি হয়ে দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লাকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৫ জিআর-৫ তারিখ ৬/০১/২০২৫ ইং। ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮৬/৪২৭/৫০৬/১১৪/৩৪ পিসি।
অপরদিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নে চাঁদাবাজী ও চাঁদা না দেওয়ায় মারধর করার ঘটনায় দিঘলিয়া থানায় অপর একটি মামলা দায়ের হয়েছে। দিঘলিয়া থানা পুলিশ এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জাকির মোল্যাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার বিবরণে জানা যায়, দিঘলিয়া উপজেলার গাজীরহাটে একটি সংঘবদ্ধ দুর্বৃত্তদল এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজী ও মারধর করে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় ১১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। দিঘলিয়া থানার মামলা নং-৪, জিআর-৪ তারিখ ৫/০১/২০২৫। ধারা ১৪৩/৩৪১/৩৮৭/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পিসি।