স্থানীয় সংবাদ

মোল্লাহাটে রাতের আঁধারে শীত বস্ত্র নিয়ে হাজির ইউএনও

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে রাতের আঁধারে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। ৮ জানুয়ারী বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত প্রধান উপদেষ্টার শীত উপহার শীত বস্ত্র কম্বল নিয়ে উপজেলার প্রধান সড়কের রিক্সা/ভ্যান চালক, নাইট গার্ড, পথের পাশে শুয়ে থাকা পাগল, গুচ্ছগ্রামের নিয়মিত বসবাসকারী, মাদ্রাসা ও এতিমখানা সহ কয়েকটি গ্রামের নিম্ন আয়ের মানুষের মাঝে উপস্থিত হন। এসকল মানুষের কাছে গিয়ে তিনি প্রায় ৩০০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ: রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামির যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোল্লাহাটের মনিটরিং টিম। এ সময়ে তিনি এতিমখানার ছাত্রদের সুখ দুঃখের খোঁজ খবর ও গুচ্ছ গ্রামের বসবাসকারীদের পরিবার ও সন্তানদের লেখাপড়ার খবর নেন। সঠিক ব্যাক্তির হাতে শীত বস্ত্র পৌঁছাতে ইতিপূর্বেও তিনি হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন শ্রেণী-গোত্রের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এছাড়াও তিনি সরকারিভাবে প্রাপ্ত দুম্বার গোস্ত বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গুচ্ছগ্রামে সুষ্ঠুভাবে বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button