৫ জন আহত, ৫টি মটর সাইকেল, একটি অটো রিকসা ও দোকানপাট ভাংচুর : সাধারন জনগন আতঙ্কিত

# বাগেরহাটের পল্লীতে সন্ত্রাসীদের হামলা #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পল্লীতে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় ৫/৬ জন আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ৫টি মটর সাইকেল, একটি অটো রিকসা ও একটি দোকান ভাংচুরসহ দোকান লুটপাট করেছে বলে জানা গেছে। আর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভিআইপি মোড় নামক এলাকায়। আহতদের মধ্যে গুরুতর আতিয়ার পাইক (৬৬) ও মোঃ শামসুল আলম (৫৩) নামের দুইজন কে ওই রাতেই হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের ক্যাডার শেখ রেজাউল করিম রেজার নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৫ জন নেতা কর্মী আহত হয়। এদের মধ্যে দুই জন গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় সন্ত্রাসীরা আমাদের ৫টি মটর সাইকেল একটি অটো গাড়িসহ একটি দোকান ভাংচুর করে দোকানটি লুটপাট করেছে। এ দিকে রাতে বিষ্ণুপুর এলাকায় সন্ত্রাসী মহড়া ও মারামারি ঘটনায় গোটা এলাকার সাধারন জনগনের মধ্যে চরম ভীতির সৃষ্টি হয়েছে। ঘটনা বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতরা চিকিসাধিন আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহন করা হরে।