স্থানীয় সংবাদ

মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্প বিষয়ে পর্যালোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্প বিষয়ে এক পর্যালোচনা সভা বুধবার বিকেলে খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। সভাপতির বক্তৃতায় প্রশাসক মো: ফিরোজ সরকার বলেন, নগর বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ। স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন খুলনা মহানগরীতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে বিদ্যুৎ, ডিজেল ও কম্পোস্ট সার তৈরী করা সম্ভব হবে। উল্লেখ্য, এলজিইডি’র অধীনে খুলনা সিটি কর্পোরেশনের দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে কেসিসি’র শলুয়া ল্যান্ডফিলে ৫৫ কোটি টাকা ব্যয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট নির্মাণের কাজ চলমান আছে। ইতোমধ্যে প্রকল্পের ৫৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে। প্লান্টটি চালু হলে দৈনিক ৩৭৫ টন বর্জ্য রিসাইক্লিং-এর মাধ্যমে ডিজেল, বিদ্যুৎ ও কম্পোস্ট সার উৎপাদন করা সম্ভব হবে। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রজেক্ট ডাইরেক্টর মো: হামিদুল হক, ওয়েস্ট কনসার্ণ কনসালট্যান্ট-এর ম্যানেজিং পার্টনার আবু হাসনাত মো: মাকসুদ সিনহা ও ইফতেখার এনায়েত উল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button