স্থানীয় সংবাদ

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং’র ৩ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের ৩ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে কেএমপির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কুতুব উদ্দিন। খুলনা সদর থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, খুলনা সদর থানা পুলিশের একটি টিম ৮ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় নগরীর শেরে বাংলা রোডস্থ পুরাতন নির্বাচন অফিসের বিপরীতে হিমু লেন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে যশোরের কেশবপুর কাঁঠালতলা এলাকার সফিন দফাদারের ছেলে ও খুলনা মহানগরীর ত্রাস কিশোর গ্যাংয়ের সজল দফাদার (২২), সোনাডাঙ্গা বসুপাড়া মেইন রোড এলাকার জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার (১৯) ও নগরীর বাগমারা ২নং ব্যাংকার্স গলি এলাকার মো. সেলিম শেখের ছেলে আকাশ শেখ (১৯) । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগি আরো ৭-৮ জন দৌড়ে পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ১টি গুপ্তি (কভারসহ), ১টি ডাবল সুইচ গিয়ার ছুরি, ১টি বাটযুক্ত ধারালো ছুরি এবং ১টি লাল টেপ দিয়ে মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হচ্ছে। গ্রেফতারকৃত সাব্বির হাওলাদার লবণচরা এবং হরিণটানা থানার ২টি হত্যা মামলার আসামি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কুতুব উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা খুলনা মহানগরী এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় অপরাধজনক ঘটনার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button