শুরু হতে যাচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে

# খুলনা প্রেসক্লাবের উদ্যোগ #
খবর বিজ্ঞপ্তি ঃ প্রতি বছরের মতো এবারও খুলনা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের নিয়ে জাকজমকপূর্ণভাবে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ক্রিকেটের টিম বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের টুর্নামেন্টের জন্য মোট ৪টি দল বিক্রয় হয়। এতে দৈনিক পূর্বাঞ্চলের পক্ষে মোহাম্মদ আলী সনি ‘শিবসা’, দৈনিক খুলনাঞ্চলের পক্ষে মিজানুর রহমান মিলটন ‘ভৈরব’, সময়ের খবর এর পক্ষে মো. তরিকুল ইসলাম ‘কপোতাক্ষ’ এবং দৈনিক ভোরের দর্পণ এর পক্ষে আহমদ মুসা রঞ্জু ‘রূপসা’ দল ক্রয় করেন। টিম বিক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের আহবায়ক এম এ হাসান, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ ও সদস্য সচিব মোহাম্মদ মিলন, ক্লাব সদস্য মো. হেদাহেৎ হোসেন মোল্লা, নূর ইসলাম রকি, এস এম আমিনুল ইসলাম, রকিবুল ইসলাম মতি, মো. মেহেদী হাচান, শেখ আজিজুর রহমান তন্ময়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।