রূপসার নৈহাটি বাজারে একদল যুবকের তা-ব

# ওয়ারেন্ট অফিসার আহত, ৫ মোটরসাইকেল সহ আটক ২ #
রূপসা প্রতিনিধি ঃ রূপসা থানাধীন নৈহাটি কালিবাড়ি বাজারে রাতের আঁধারেএকদল যুবকের ব্যাপক তান্ডব লীলা। ঘটনা সামাল দিতে গিয়ে সেনাবাহিনীর ওরেন্ট অফিসার ইমরান সিদ্দিকী হাতে ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়েছেন।ঘটনার সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৫ টি নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল সহ ২ জনকে যৌথ বাহিনী আটক করেছে। এই ঘটনায় ওই এলাকায় চরম আতংক বিরাজ করছে। স্থানীয় বাজার কমিটির ব্যবসায়ী রয়েল আজম স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ উপস্থিত ব্যক্তিবর্গের সামনে জানান, গত ৭ জানুয়ারি সকাল ১০টার দিকে পাপ্পু ও ইমন নামের দুই যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জের ধরে ঐ দিন রাতে ৮-২০ মিনিটে ১৫ থেকে ২০খানা মোটরসাইকেলে ৪০ থেকে ৫০ জনের একটি দল বাজারে ব্যাপক তা-ব লীলা চালায়। তখন তারা রয়েল আজমকে খুঁজতে থাকে। বিষয়টি আচ করতে পেরে রয়েল আজম গা ঢাকা দিয়ে আত্মরক্ষা করেন। এ সময় ওই বাজারে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে যে যেভাবে পারে সেভাবে দোকানপাট ছেড়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে কে বা কারা স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে সংবাদ দিলে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরান সিদ্দিকের নেতৃত্বে দ্রুত একদল সেনা সদস্য ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনা থামাতে গিয়ে অরেন্ট অফিসারের পা এবং হাটুতে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। ঘটনার সময় তিনি বহিরাগতদের গ্রেপ্তারের জন্য স্থানীয় কিসমত খুলনা পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সেনাবাহিনীর সাথে কাজ শুরু করেন। এতে করে ওই সময় বেশ কিছু মোটরসাইকেল নিয়ে বহিরাগতরা পালিয়ে যায়। এ সময় তারা তাদের ব্যবহৃত ৫ টি মোটরসাইকেল ফেলে রেখে পালায়। ওই সময় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে মোঃ নুরুল হক (২৪)ও শফিকুল ইসলাম (২৬) নামের দুই যুবককে আটক করেন। উদ্ধারকৃত মোটরসাইকেল ৫ টি সহ আটক ২ জনকে রূপসা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ওই বাজারে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে জনমনে এখনো আতঙ্ক কাটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি।