মশিউর রহমান ব্যবসায়ী সমিতির নব নির্বাচিতদের শপথ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ঃ উৎসব মুখর পরিবেশে নগরীর মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত নেতাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় বিপনী কেন্দ্রে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শারাফাত হোসেন পরিচালনায় ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মিরাজ হোসাইন। অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ, নির্বাচন কমিশনার আলহাজ্ব শেখ রেজাউল কবির ও আলহাজ্ব মোঃ তৈয়াবুর রহমান। শপথ অনুষ্ঠানে বক্তৃতা করেন নব নির্বাচিত সভাপতি শেখ মোঃ জুয়েল ও সাঃ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আলম। এ সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সহ-সভাপতি শেখ মোঃ মোস্তফা খোকন ও মোঃ বাতেন ভূইয়া মিন্টু, সহ-সাঃ সম্পাদক মোঃ আলী আকরাম অপু ও শেখ মোঃ মামুন, কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ জমাদ্দার, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রচার সম্পাদক মোঃ মোক্তার হোসেন, নির্বাহী সদস্যরা হলেন, শামীউল ইসলাম শাম্মী, শরিফুল ইসলাম আকাশ, কবির আহম্মেদ, নাজমুল হাসান সৌরভ, মোঃ রিপন শেখ, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ আবুল কালাম, সরোয়ার আহম্মেদ, মোঃ আব্দুল্লাহ শেখ। তবে পরাজিতরা অনুষ্ঠানে না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নব নির্বাচিতরা। উল্লেখ্য, গত ২ জানুয়ারী নগরীর মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জুয়েল-আলম পরিষদের নিরস্কুশ বিজয় হয়। একটি পদ ছাড়া বাকী ১৮টি পদেই তারা জয়ী হন।