স্থানীয় সংবাদ

স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির কমিটি গঠন

# সভাপতি আফসার আলী, সা. সম্পাদক টিপু সুলতান #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ্ ক্লিনিক কনফারেন্স রুমে আয়োজিত এ সাধারণ সভায় সংগঠনের খুলনা বিভাগীয় কমিটি গঠন সম্পন্ন হয়। নবনির্বাচিত কমিটির মোঃ আফসার আলীকে সভাপতি ও মোঃ টিপু সুলতানকে সাধারণ সম্পাদক ঘোষণা
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ শহীদ মিয়া ও বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ। সহ- সভাপতি জাকির হোসেন (সবুজ), সহ- সাধারন সম্পাদক সেকেন্দার আলী,সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া আলম, দপ্তর সম্পাদক মোঃ দরবেশ আলী,সহ-প্রচার সম্পাদক মোঃ আছমত ফকির, কার্যকারী সদস্য যথাক্রমে কাজী শফিকুল ইসলাম ও মোঃ মনির হোসেন, সদস্য মোঃ সিদ্দিকুর রহমান। সংগঠনের কার্যকরী সদস্য কাজী শফিকুল ইসলামের তত্ত্বাবধানে ও মোঃ হাসান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button