স্থানীয় সংবাদ
দৌলতপুরে গাজাসহ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ ১০ জানুয়ারি রাতে মানিকতলা খুলনা-যশোর মহাসড়ক থেকে মোঃ আকাশ সরদার (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাকে ১১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। সে দৌলতপুর আমতলা মোড়ের বাসিন্দা জমির সরদারের ছেলে। এ ঘটনায় এসআই হাবিবুর রহমান বাদী হয়ে দৌলতপুর থাানয় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন এসআই লাকী আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী।