জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতার ওপর হামলা : থানায় অভিযোগ
খবর বিজ্ঞপ্তি : খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান ফরাজী (৫০) এর উপর হামলার ঘটনায় খুলনা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান ফরাজী (৫০) পিতা-সিরাজুল হক ফরাজী, শনিবার ১১ ডিসেম্বর সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় নিউজ কর্ণার, পিকচার প্যালেস মোড়, খুলনা এর সম্মুখে আমি প্রতিদিনের ন্যায় আমার কাগজপত্র আনিতে গেলে ১) সৈয়দ আলম গুড্ডু, সাধারণ সম্পাদক ২) খায়রুল ইসলাম তালুকদার সভাপতি ৩) আঃ বারেক মৃধা, সহ-সভাপতি ৪) হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ ৫) বাবুল হাওলাদার, দপ্তর সম্পাদক ৬)সদস্য বাবলু ৭) হাফিজ সহ-সম্পাদক ৮) মিজান, সদস্য ৯) মাসুম, সদস্য ১০) আইয়ুব আলী, সদস্য, ১১) অলিয়ার এবং ১২) শাহীদুল ইসলাম ১৩) সাখাওয়ার হোসেন, সদস্য ১৪) মোঃ চানমিয়া চান্দু, সদস্য ও ১৫) মোঃ আলম, সদস্য সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন আমার উপর অতর্কিত হামলা করে আমার সংবাদপত্র, মোবাইল নগদ আনুমানিক ৫০০০/=টাকা কেড়ে নেয়। আমি কারণ জিজ্ঞাসা করলে তারা বলে যে, ধর্মঘট চলছে। আমি বলি যে, আমি অফিসিয়ালি কোন কাগজ পাই নাই বা এই বিষয়ে আমি কিছুই অবগত নই। এই কথা বলার সাথে সাথে ৩নং আসামী ইট দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করিলে আমার মাথা ফেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ি। আমাকে তাহার হাত থেকে ঠেকাতে গেলে সাবেক সম্পাদক শহীদুল ইসলাম এবং মোঃ চান আহত হন। তখন ইউনিয়নের অন্যান্য সদস্যগণ আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান (ডাক্তারী সনদপত্র কপি সংযুক্ত)। বর্তমানে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ্য।