শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার ১৫তম বার্ষিক আজীবন বদরী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ শিরোমণি হাফিজিয়া মাদরাসার ১৫তম বার্ষিক আজীবন বদরী সদস্য সম্মেলন ও সুধী সমাবেশ শনিবার সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বদরী সম্মেলন ও সুধী সমাবেশের সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানিজিং কমিটির সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মাদরাসা ম্যানিজিং কমিটির সাধারন সম্পাদক হাফেজ মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আলোচনা করেন নওয়াপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবুল হোসেন, খুলনা দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা হুমায়ুন কবির, শিক্ষাবিদ প্রফেসর অবসরপ্রাপ্ত একে এম নুরল ইসলাম, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ সভাপতি আলহাজ¦ শেখ শামসুর রহমান, আমেরিকান প্রবাসী চিকিৎসক ডাঃ আবদুল্লাহ ইউসুফ। শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ ইবাহিম । এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আলহাজ¦ আল আমিন, হাফেজ মোঃ গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, শেখ রেজাউল ইসলাম সহ সুধী সমাবেশে মাদরাসার দাতা সদস্যগণ ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।


