স্থানীয় সংবাদ
মহেশ্বরপাশায় আমন সংগ্রহের লক্ষ্যে খাদ্য বিভাগীয় কর্মকর্তা ও মিল মালিকদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২৫ অভিযান সফল করার লক্ষ্যে মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ব্যবস্থাপকের কার্যালয়ে শনিবার (১১ জানুয়ারী) দুপুরে খাদ্য বিভাগীয় কর্মকর্তা ও মিল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তর ঢাকার সরবরাহ, বন্টন ও বিতরণ বিভাগ’র পরিচালক মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি খুলনা বিভাগে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মহেশ্বরপাশা খাদ্য গুদামের ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার খাদ্য নিয়ন্ত্রক, মিল মালিকদের নেতৃবৃন্দ ও খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।