ভ্যাট-শুল্কের উপর কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বৃহত্তর খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি ঃ চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে শতাধিক পন্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট-শুল্কের কর বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের জীবন যাত্রার ব্যয় আরো বাড়বে। শুধুমাত্র নির্বাহী আদেশে এভাবে ভ্যাট ও সম্পুরক শুল্ক বাড়ানোর ঘটনা নজির বিহীন। এর ফলে মানুষের দৈনন্দিন খরচের উপর চাপ পড়বে, সে কারনে আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারন সম্পাদক সরদার আবু তাহের এক যৌথ বিবৃতিতে কর বৃদ্ধির সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন। নেতৃবৃন্দ বলেন ছাত্র-জনতার অভ্যূত্থানের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ায় অনেকেই নিত্যপন্যের দাম কমবে আশায় বুক বেধে ছিলেন কিন্তু চাল,ডাল, গ্যাস, ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনজীবন বির্পযস্ত ঠিক সেই সময় শুল্ক কর বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবন আরো দুর্বিষহ করে তুলবে। তাই সাবিক অবস্থা বিবেচনা পূর্বক নেতৃবৃন্দ শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি সারা দেশে পূর্ন রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান।